
লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় তসলিম উদ্দিন ও তাঁর ছেলে তহির আহত হয়েছেন। বিভিন্ন সময় হামলা সহ নানান ঘটনায় এলাকাবাসী অতিষ্ট। নার্গিসের ভয়ে অনেকে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
২৩ শে জানুয়ারি ৪নং চররুহিতা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের রসূলগঞ্জ বাজারের সাথে কালা গাজী
বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তহির বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানাতে এজাহার দায়ের করেন ৭ জনকে অভিযুক্ত করে। অভিযুক্তরা হলো, নাহিম, ফাহিম, কালাম, হাসান, জহির, নার্গিস, খুরশিদা সহ অজ্ঞতনামা কয়েকজন। ছেলে
সরজমিনে গিয়ে ও অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে অভিযুক্তরা তসলিম উদ্দিন ছেলে মুসলিমের ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণের কাজ করতে গেলে অভিযুক্তরা খবর পেয়ে দালাল বাজার থেকে ভাড়াটিয়ার সন্ত্রাসী এনে উপর অতর্কিত হামলা চালায়।
এসময় প্রবাসী তহির এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে গলা টিপে হত্যার চেষ্টা করে আসামিরা। টিভি ফ্রিজ আলমারি শোকেস ঘরে আসবাবপত্র ভেঙ্গে চুরে দিয়েছে ঘরে থাকা নগদ ১ এক লাখ টাকা, একটি আইফোন ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, প্রতিবেশি নার্গিস সঙ্গে মুসলিমের ১১ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে
পরে স্থানীয় এলাকাবাসী তাদের শোরচিৎকার শুনে দৌড়ে আসলে ভূমিদস্যুরা পালিয়ে যার অপর দিকে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী পরিবারের লোকজনকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভূমিখেকোরা।
দীর্ঘ ৯ নয় বছর যাবত জোর জবরদস্তি করে অবৈধ দখলবাজ জয়নাল গংরা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ১১ শতাংশ জমি একই বাড়ির ১০ দশ টি পরিবারের সম্পক্তিও জোর পূর্বক সন্ত্রাসী কায়দায় জবর দখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
অভিযুক্ত নাহিম, নার্গিস সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের কে বলেন আমার কিছু বলার নেই
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তহির থানায় এজাহার দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে