
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
এর আগে শুক্রবার সকালে ডিএনসিসিতে নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত উত্তরখান এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে ৩টি স্থানে সীমানা নির্ধারণ ও উচ্ছেদ করে ১টি পার্ক,১টি খেলার মাঠ ও ১টি কমিউনিটি কমপ্লেক্স নির্মাণের নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য,পার্কটি নির্মাণ হবে তেরমুখ ব্রীজের পাশে এবং কাঁচকুড়ার আমাইরা এলাকায় খেলার মাঠ ও একটি কমিউনিটি কমপ্লেক্স হবে।
শুক্রবার রাত ১০টায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ পবিত্র শবে বরাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও শাহ আলী মাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও লাইট সচল আছে কিনা সরেজমিনে পরিদর্শন করেন।
ডিআই/এসকে