
অমর একুশে উপলক্ষ্যে চাঁদের হাট যশোরের আয়োজন করা হয় আর্ট ক্যাম্পাসের,
এক দিনের আয়োজনে ‘অমর একুশে’ কে স্বরণ রেখে ২১ জন শিল্পীর মাধ্যমে অনুষ্ঠিত হয় ছবি আঁকার, যা ১৭ই ফেব্রুয়ারী থেকে ২১শে ফেব্রুয়ারী পর্যন্ত প্রদর্শন করা হবে।
বৃহস্পতিবার সকালে আর্ট ক্যাম্পের উদ্ভোদন করেন প্রবীন শিক্ষক তারাপদ দাস এবং সারাদিন ব্যাপী শিল্পীরা ছবি আঁকেন।
এই আয়োজন মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বর্তমান সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার অপু প্রমুখ।
সংগঠনের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল জানান,
যশোর,খুলনা, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ২১ জন শিল্পীদের আগমন ঘটে এবং শিল্পীরা হলেন: মাহবুব জামাল শামীম, অনাদি কুমার বৈরাগী, রিপন সিকদার, নিখিল চন্দ্র দাস, কৃষি গৌতম, অভিজিৎ সিনহা, চন্দ্রশেখর দাস, মুরারি মুরলী মোহন, সজল ব্যানার্জী, সাদি তাইফ, শিপন চৌধুরী, ওবায়েদ জাকির রাসু, মৌমিতা হাসান নদী, অতুল সরকার অপু, এহ্সান কবীর টগর, প্রশান্ত হালদার, কৃষ্ণ বিশ্বাস, দেবা অজেয়, ফারহানা উর্মি ও নাদিয়া সুলতানা প্রিয়া।
শিল্পীদের চিত্রাঙ্কনে ভাষার মাস অমর একুশের গুরুত্ব ফুটে উঠেছে।
শিল্পীদের সুন্দর চিন্তাধারা দিয়ে এক একটি ছবি ২১শে ফেব্রুয়ারীকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে।