
বাংলাদেশ জাতীয়তাবাদী
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পিরোজপুরে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনটি শিক্ষার্থীদের কাছে সরাসরি সদস্য ফরম বিতরণ করছে যা সংগ্রহ করা যাবে আগামী ১০ কার্যদিবস পর্যন্ত । বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় পিরোজপুর সরকারি
সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি রিয়াদূর রহমান।
এসময় কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের সদস্য হতে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত ভীড় লক্ষ্য করা যায়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক
আরিফুল ইসলাম, জুয়েল হোসেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল
মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক
সালাউদ্দিন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রিয়াদূর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের
পতনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অংশগ্রহণ ছিল। আগামীর দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সেই কার্যক্রমের অংশ হিসেবেই আজ পিরোজপুর
সরকারি সোহরাওয়ার্দী কলেজে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।