
রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল,ম্যাগজিন,গুলি ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন- মো.হাসান মাহমুদ (৩১) ও সবুজ হাওলাদার (২৮)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, তিনটি খালি ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, একটি রামদা, তিনট লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে পল্লবীর বেগুনটিলা কামাল মজুমদার ব্রিজ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে পল্লবীর বেগুনটিলা কামাল মজুমদার ব্রিজের পাশে কতিপয় দুষ্কৃতকারী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ এবং যৌথ বাহিনীর টিম দ্রুত সেখানে পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর সময় হাসান ও সবুজকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
এ সময় তাদের সাথে থাকা আরও কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে পল্লবীর বেগুনটিলা ব্রিজ এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে উক্ত পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চক্রের পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিআই/এসকে