ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরপুরে গুপ্তচরবৃত্তি: সাত্তার মোল্লার সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্রের মহামারী,গ্রেফতার না হলে বিপর্যয়ের শঙ্কা
কালীগঞ্জে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক’ বলদেব অধিকারী’র বিদায় সংবর্ধনা
ফুলবাড়ীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৪
ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে অটোরিক্সা চোর চক্রের পাঁচ সদস্য আটক
নাইক্ষ্যংছড়ি-রামুতে পৃথক অভিযানে আ’লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার
নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টিন
কলেজ ছাত্র হৃদয় হত্যার বিচার’র দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার আরও ১৬৭৩
বকশীগঞ্জে আ’লীগ নেতা সহ আটক-৫
কালীগঞ্জে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
ঢাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতা গ্রেফতার
কুয়াকাটায় জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত- ১০
বর্তমান সরকার শিক্ষা সংস্কার কমিশন গঠন করেনি:অধ্যক্ষ হারুন অর রশীদ
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত

দিনে গাড়িচালক,রাতে ভয়ংকর ছিনতাইকারী তারা

সাভারে চাঞ্চল্যকর অটোরিকশা চালক রমজান আলী (৪৮) হত্যাকাণ্ডের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-৪। সেই সঙ্গে তাদের কাছে থেকে একটি নকল পিস্তল, টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহামুদ খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- রাজু (৩০), মহসিন (৪০), নূর আলম (২৮), ইসমাইল (২০) ও আক্তার (১৯)।

তাদের সবার বাড়ি ভোলা জেলায়:

সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার রাকিব মাহামুদ জানান, গত ৮ অক্টোবর সাভার উপজেলার ভাকুর্তা এলাকায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে ওই মরদেহটি অটোরিকশাচালক রমজান আলীর বলে শনাক্ত হয়। যাকে হত্যা করে তার একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়।

পরে ওই মরদেহটি অটোরিকশাচালক রমজান আলীর বলে শনাক্ত হয়। যাকে হত্যা করে তার একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা রাজুসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সবাই জীবিকার তাগিদে ঢাকায় এসে অটোরিকশা, সিএনজি ও প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তারা রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে কৌশলে যাত্রী সেজে অটোরিকশায় উঠেন। পরে সুযোগ বুঝে জোরপূর্বক সেসব গাড়ি ছিনিয়ে নিতেন তারা। ক্ষেত্রবিশেষে চালককে মারধর করাসহ হত্যা করে মরদেহ নির্জন স্থানে ফেলে দেওয়া হতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ