
মুন্সীগঞ্জে নিখোঁজের ২৩ দিন পর বস্তাবন্দি স্কুল ছাত্র রোমান (১৫) এর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীরতারা এলাকার ছয়গাঁও গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিন বিক্ষুব্ধ জনতা আসামী সিয়ামের বাড়িঘর ভাংচুর ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানায়, সকাল ১০ টার দিকে আসামী সিয়ামের বাড়ির পাশে ডোবার কচুরিপানা পরিস্কার করার সময় শ্রমিকরা লাশটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। অপরদিকে লাশের খবর শোনে বিভিন্ন এলাকা থেকে শতশত বিক্ষুব্ধ জনতা আসামী সিয়ামের বাড়িতে জরো হয়ে ভাংচুর শুরু করে।
জানা গেছে,২৩দিন আগে অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হওয়া রোমান। গত বুধবার ১২ ফেব্রুয়ারি নিখোঁজ রোমানের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানায় হামলা ও ভাংচুর করে বিক্ষুব্ধ স্বজন ও সহপাঠীরা।
সিরাজদিখান সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইমরান খান বলেন, এ ঘটনায় সিয়ামসহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানোর পাশাপাশি অটোরিক্সাটিও উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।