
পটুয়াখালী পৌর শহরের লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগম এর অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টায় এ শহরের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী’র মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোল্লা বখতিয়ার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পটুয়াখালী। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এসময় মোঃ মফিজুল ইসলাম,অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার পটুয়াখালী ‘র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, প্রধান শিক্ষক, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী,পটুয়াখালী প্রমুখ। এছাড়াও শাহনাজ পারভীন প্রধান শিক্ষক এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন
সেলিনা বেগম, প্রধান শিক্ষক আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়,পটুয়াখালী প্রমুখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এসময় পটুয়াখালী সদর উপজেলা ও পৌর শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গন, সমাজ সেবক, লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।