ঢাকা, রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কু‌ড়িগ্রা‌মে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই‌য়ের অ‌ভি‌যোগ
মদনে ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
বকশীগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
সন্ত্রাসী কবির-মুসার অন্যতম দুই সহযোগী গ্রেফতার
ঝিকরগাছায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ দায়ের
বাগমারায় জমিজমা জবর দখল অপচেষ্টার অভিযোগ
নান্দাইলে রাস্তার পাশে পচাঁ ডিম ফেলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও’কে খোলা চিঠি
বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ করা যাবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঝিকরগাছা উপজেলা সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন
গাজীপুর সিটি কর্পোরেশনকে ধূমপানমুক্ত করতে অফিস আদেশ জারি
বকশীগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের ব্যাপক গণসংযোগ
টোলমুক্ত ঘাটের দাবিতে রূপসা ঘাটে মানববন্ধন কর্মসূচি
কালিগঞ্জে শালিশ বৈঠকে হামলা  আহত ৩
আত্রাইয়ের জামগ্রামে বৈশাখী সাংস্কৃতিকে ঘিরে কাগজের ফুল তৈরিতে ব্যস্ত কারিগররা

কালিগঞ্জ পাইলট হাইস্কুলে বার্ষিক ক্রীড়া, পিঠা উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা

আলমগীর হোসেন কালিগঞ্জ 

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া, সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের স্কাউট দল অতিথিদেরকে অভ্যর্থনা জানায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন ,কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়,কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোশারফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম রেজাউল হক রেজা, প্রাক্তন ছাত্র মিজানুর রহমান প্রমূখ। বিকাল ৪ টায় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ,পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, কবিতা, আবৃতি একক অভিনয়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ, সহকারী শিক্ষক রোকনুজ্জামান, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল আলিম, ক্রিড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, সংগীত শিক্ষক জাহাঙ্গীর হোসেন ।বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র ছাত্রীরা ও অভিভাবক এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ