
লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,মো.রুবেল হোসেন (৩২) ও আবুল বাসার (৩৫)।
গ্রেফতারের সময় তাদের একটি জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতর এ্যাম্ফিটামিনযুক্ত ২৬ পিস ইয়াবা ট্যাবলেট ৫০ গ্রাম গাঁজা ৫০ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত
তিনি জানায়,লক্ষ্মীপুর জেলার তালিকাভুক্ত মাদকের গডফাদার এবং কমলনগর-রামগতি এলাকার দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মো. রুবেল হোসেন ও বাইদ্যা রুবেলকে গ্রেফতারের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে রাতভর যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১ জন সহযোগীসহ মো.রুবেল হোসেন-কে গ্রেফতার করা হয় এবং ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া,রামগতি ও কমলনগর উপজেলার বেশ কয়টি মাদক সেবনের স্পট ধ্বংস করা হয়।
ডিআই/এসকে