
এইচ,এম, শহিদুল ইসলাম মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ ঐতিহ্যবাহী সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো: জাকির হোসেন রিয়াজ, এএলটি ২য় বারের জন্য জেলা রোভার সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক জনাব আহমেদ কামরুল হাসান এর সভাপতিত্বে এবং শিকদার রুহুল আমিন এলটি (প্রধান নির্বাচন কমিশনার) এর পরিচালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ,বাগেরহাটে অনুষ্ঠিত ত্রৈবার্ষিক (২০২৫-২০২৮) বিশেষ কাউন্সিলে ৩ বছরের জন্য নির্বাচিত হন।ইতিপূর্বে তিনি বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল এওয়ার্ডসহ মেডেল অফ মেরিট,বার টু দ্য মেডেল অফ মেডেল অফ মেরিট এবং সিএনসি এওয়ার্ড প্রাপ্ত হন।এছাড়াও তিনি ক্রুমিটিং এ সেরা ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার লিডার নির্বাচিত হয়েছেন।তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমার উপর এই অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।