
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌর বিএনপির সদ্য ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটির পররাষ্ট্র বিষয়ক সম্পাদক হলেন ছাত্রদল নেতা সনি চৌধুরী। তরুণ এই ছাত্রদল নেতা কমিটিতে স্হান পাওয়ায় তাকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সনি চৌধুরী লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় থেকে এসএসসি এবং লোহাগড়া সরকারি আদর্শ কলেজ থেকে এইচএসসি পাশ করে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যান। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে তিনি এমবিএ সম্পন্ন করেন।
ছাত্র জীবন থেকেই সনি চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করেন। সনি চৌধুরী এলাকার ছাত্র-ছাত্রীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক ভুমিকা রাখেন। বিশেষ করে, লোহাগড়া শহরের বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি চিত্র অংকনে সনির অবদান রয়েছে। রাজনীতির পাশাপাশি সনি লোহাগড়া ও লক্ষ্মীপাশা এলাকার যুব সম্প্রদায়কে সংঘটিত করে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজকর্ম অব্যাহত রেখেছেন। এছাড়াও সনি ঈদুল ফিতর, ঈদুল আযহা ও বিভিন্ন জাতীয় দিবসে নিজস্ব অর্থায়নে বিনোদনের ব্যবস্থা করে থাকে।
লোহাগড়া পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটিতে তরুণ ব্যবসায়ী সনি চৌধুরীকে পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মনোনীত করায় তাকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো : মিলু শরীফ, সাধারণ সম্পাদক মো : মশিয়ার রহমান সান্টুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।