কক্সবাজার জেলার অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ও কক্সবাজার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে 'অপারেশন ডেভিল হান্ট' এবং অস্ত্র উদ্ধারে কক্সবাজার জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানে গতকাল বুধবার কক্সবাজারের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বা হয়, বুধবার সারা দেশের ন্যায় কক্সবাজার জেলার অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কক্সবাজার জেলার সকল থানায় 'অপারেশন ডেভিল হান্ট' এবং অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযাননে কক্সবাজার সদর থানা থেকে ১ জন, চকরিয়া থানা থেকে ১ জন, টেকনাফ থানা থেকে ৫ জন, মহেশখালী থানা থেকে ২ জন সহ সর্বমোট ৯ জন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিআই/এসকে