
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের চলাচল করা অন্তরা পরিবহন বাসের চাপায় প্রাণ হারিয়েছে জাকির হাওলাদার (৪৬) নামের এক শ্রমিকলীগ নেতা। গতকাল রবিবার দুপুর আনুমানিক ৩টার দিকে পটুয়াখালী শিয়ালি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হাওলাদার দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মরহুম আবদুল সত্তার হাওলাদারের ছেলে।
তিনি রনগোপালদী ইউনিয়ন জাতীয় শ্রমিক’লীগের সহ-সভাপতি।পারিবারিক ও বিভিন্ন সুত্রে যানাযায়, পারিবারিক রোজগারের জন্য তিনি পটুয়াখালী, সুমা এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
প্রত্যাক্ষদর্শী টমটম চালক নুরজামান হোসেন জানান, জাকিরসহ পাঁচজন দুপুরে টমটমযোগে পুকুর দোনা, বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় শিয়ালি বাজার এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহনের একটি বাস তাকে পিছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং আরো চারজন গুরুতর আহত হন। আহতরা হলেন দেলোয়ার হোসেন (৪৫) রিপন মৃধা (৩৫) চাঁনমিয়া প্যাদা (৪৫) এবং সজিব হোসেন (৩২)।
এবিষয়ে পটুয়াখালী সদর থানা অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহসহ আহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এবং নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।