ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা

সোনাপুর প্রাইমারি স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট, ২১ দিন পর শিক্ষার্থীর মৃত্যু

সোনাপুর প্রাইমারি স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট, ২১ দিন পর শিক্ষার্থীর মৃত্যু !
লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ২১ দিন পর মরিয়ম আক্তার নিশা (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে স্বজনদের সূত্র থেকে জানা গেছে।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় নিশা মারা যায়।

এর আগে ২২ জানুয়ারি উপজেলার পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়। অনুসন্ধানে জানা যায়
নিশা রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের খোকা মিয়ার মেয়ে ও পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে জানতে চাইলে সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে নিশা ও রাফসি দগ্ধ হয়।
নিশার শরীরের ৯০ শতাংশ ও রাফসির ৮০ শতাংশ দগ্ধ হয় বলে তখন চিকিৎসকরা জানান। পরে তাদেরকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নিশা মারা যায়।

মিডিয়াকর্মীদের নিহত ছাত্রীর মামা আবদুর রহমান জানান, বিদ্যালয় ঘেঁষে ৪৪ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার রয়েছে। এ কারণে পুরো বিদ্যালয় ও শিক্ষার্থীরা ঝুঁকিতে রয়েছে। তিনি আরো বলেন বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার ভাগ্নিকে জীবন দিতে হয়েছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার চাই।

এই ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস দাবি করেছিলেন, ‘ছাদে সবসময় তালা দেওয়া থাকে। কে বা কারা তালা খুলে দিয়েছে তা দেখেননি। ছাদের পাশ দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের তারটি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।’
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. শফিউল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ঢাকা থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত টিম এসেছে। বিষয়টি এখনো তদন্ত চলছে। দায়িত্বে অবহেলা কারণে দায়ীদের বিরুদ্ধে চার্জশিট হতে পারে।

শেয়ার করুনঃ