ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশুগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

জহির সিকদার,আশুগঞ্জ ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ বাংলাদেশ গ্রাম আদালত ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগ ও ইউ,এন.ডি.পি’র বাস্তবায়নে পরিচালিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নে গ্রাম আদালতের আয়োজন করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ার) দুপুরে লালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। লালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রাম আদালতের আশুগঞ্জ উপজেলা সমন্বয়ককারী মোঃ মোশারফ হোসেন।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন শাখার সহকারী হিসাব রক্ষক নাছরিন আক্তার,ইউপি,সদস্য মোঃ শাহজাহান,মোঃ মাহফুজ মিয়া,লিটন দাস,ইউপি,সদস্য সাবেরা খাতুন,রুবি আক্তার, প্রথম দাস,নুরু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সোহেল আহমেদ,এমদাদ, মোঃ মতি মিয়া, রতন দাস,মোখলেছ মিয়া,আবু নাইম,মোঃ শামিম,ওমর ফারুক,গীতা রাণী,আবু সালাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও লালপুর ইউনিয়নের সকল ইউপি প্রতিনিধিগণ,শিক্ষক,সাংবাদিক, সমাজকর্মী,গণ্যমান্য ব্যক্তি,ধর্মীয় প্রতিনিধি,কৃষক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে গ্রাম আদালতের মাধ্যমে কিভাবে বাদী ও বিবাদীর অভিযোগ সমস্যার সমাধান করা হয় তার একটি ভিডিও চিত্র দেখানো হয়। এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক দলীয় মুক্ত করতে হবে। স্বাধীনভাবে কাজ করতে পারলে ইউনিয়ন পরিষদ পল্লী জনগনের সেবাকে আরো গতিশীল করতে পারবে। সেই সাথে সত্যিকার ভাবেই কাঙ্খিত যে সেবা,সেটি জনগণের মাঝে পৌঁছে দিতে পারবে। বক্তারা আরো বলেন, গ্রাম আদালতের মাধ্যমে যদি নিরপেক্ষভাবে বিচার করা হয় তাহলে সাধারণ মানুষের ইউনিয়ন পরিষদের উপর আস্থা বাড়বে। কোন খরচ ছাড়া সাধারণ মানুষ গ্রাম আদালতের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পাবে। গ্রাম আদালত হচ্ছে প্রাথমিকভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার একটি মাধ্যম। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন গ্রাম আদালতের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাদী ও বিবাদী সমস্যার সমাধান করার চেষ্টা করি। গ্রাম আদালত সচল হলে বিচারিক আদালতের মামলা কমে যাবে। তখন আর টাকা পয়সা খরচ করে মানুষকে আর খুব বেশি কোর্টের বারান্দায় কিংবা থানায় যেতে হবে না।

শেয়ার করুনঃ