
ঝালকাঠি রাজাপুরে কেন্দ্রীয় নির্দেশনায় যুক্তরাষ্ট্র সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে বিএনপি একটি টিম কেন্দ্র ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণে সময় রাজাপুর পদ স্থগিত হওয়া রাজাপুর উপজেলার বিএনপির সাধারন সম্পাদক নসিম উদ্দীন আকন গ্রুপের নেতা-কর্মীরা হামলায় অপর পক্ষের লিফলেট বিতরণ কর্মসূচি পণ্ড হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সায়মন (২৫) ও সাব্বির (২২) নামের ছাত্রদলের দুজন কর্মী আহত হয়েছেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে সেলিম রেজার সঙ্গে ছিলেন, কর্নেল (অব) মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকত, রাজাপুর উপজেলা যুবদল নেতা জাকারিয়া সুমন, বিএনপি পন্থি পেশাজীবি নেতা ডক্টর জাকারিয়া লিংকনসহ নেতাকর্মীরা।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকাল থেকে বিএনপি নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে অনুসারীরা কেন্দ্রীয় কর্মসূচির আওতায় রাষ্ট্রমেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করছিলেন। বিকেলের দিকে রাজাপুর বাইপাস এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় তাঁদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। হামলার শিকার হয়ে বিএনপি নেতারা হাবিবুর রহমান সেলিম রেজা, কর্নেল (অব) মোস্তাফিজুর রহমান, ডক্টর জাকারিয়া লিংকন, গোলাম আযম সৈকতসহ রাজাপুর থানায় আশ্রয় নিলে সাবেক বিএনপি নেতা নাসিম নেতৃত্বে একটি গ্রুপ থানা ঘেরাও করে রাখে।
দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান (সেলিম রেজা) ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (জামাল) একই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী। তিনি ২০০৯ সালে বিএনপির মনোনয়নে এ আসনে নির্বাচন করেছিলেন। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুই নেতার পক্ষ হয়ে রাজনীতি করেন।
লিফলেট বিতরণে অংশ নেয়া সেলিম রেজার অনুসারী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকত বলেন, লিফলেট বিতরণের সময় বিএপির কেন্দ্রীয় নেতা রফিকুর ইসলাম জামালের নির্দেশে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকনের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপের হামলায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। আমাদের গাড়ি ভাংচুর করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে। এ ঘটনায় তারা রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে ঘটনার পর বুধবার সন্ধ্যায় রাজাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে রফিকুল ইসলাম জামালের অনুসারী উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, আজকে যারা বিএনপির পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন, তারা বিএনপি থেকে বহিষ্কৃত শাহজাহান ওমরের অনুসারী। তাদের রাজাপুর উপজেলাবাসী চেনেন না। উপজেলা বিএনপির নেতাদের সাথে কোনরুপ আলোচনা না করেই তারা এ কর্মসুচি পালন করেন। সাধারন বিক্ষুব্ধ জনতা এ হামলা চালিয়ে, বিএনপির কোন নেতা-কর্মী এর সাথে জড়িত নয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি, মহিলা দলের নেত্রী মোসা. নাসিমাসহ আরো অনেকেই।
অন্যদিকে হামলার প্রতিবাদে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন, কর্নেল (অব) মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকতসহ অনেকেই।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় বিএনপির একটি পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছবি ক্যাপশনঃ- হামলার ঘটনায় এক পক্ষ রাজাপুর থানায় অভিযোগ দিতে গেলে অপর পক্ষ থানার বাইরে বিক্ষোভ করেন।
ছবি ক্যাপশনঃ- রাজাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে রফিকুল ইসলাম জামালের অনুসারী উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন করেন