রাজশাহীর বাগমারায় নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল পাঁচ টায় হাটগাঙ্গোপাড়া বন্ধুদের আড্ডা রেস্ট্রুরেন্টে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ভ্যালু চেঞ্জ উপ-প্রকল্পের আওতায় স্থানীয় সেচ্ছাসেবী সংস্থা শতফুল বাংলাদেশ এর আয়োজন করেছে।
সহযোগিতা করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, মনিটরিং এ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার রাজু আহম্মেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মোফাখ-খারুল ইসলাম, শতফুল হাটগাঙ্গোপাড়া শাখার জুনিয়র ম্যানেজার সাপলা খাতুন, (আরেমটিপি) আব্দুল মান্নান, সাদেকুল ইসলাম, লিড ফার্মার শাহজাহান আলী সরদার সহ অন্যরা। অর্ধশতাধিক অংশীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।