
পুলিশের কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে হামলা সংক্রান্ত এবং নাশকতার মামলায় পাঁচ নাশকতাকারী গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (২৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাওয়ারভিটি এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. আরমান উল্লাহ্ ডাবলু (৪৬), হাজী মো. শহিদুল ইসলাম (৫১), আব্দুর রহিম শেখ (৫৮), রাসেল মৃধা (৩৫) ও মো. সাগর হোসেন (২৭)।
সোমবার ( ২৭ নভেম্বর) এ তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক সিও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার আসামিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর ডেমরা, কোতোয়ালী, বংশাল, লালবাগ এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানসহ বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিল।
গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে