
মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দশটি পরিবারের ২৬টি ঘর। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আসবাবপত্র, নগদ টাকাসহ আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারগুলোর। দুপুরে রান্নাঘরের বৈদ্যুতিক তার থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সাত পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে ঘরে মজুদ করা খাদ্যশস্যও পুড়ে গেছে। পরে স্থানীয়রাসহ তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ রেজাউল করিম শাহিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুলতানা রাজিয়া সহ দলীয় নেতৃবৃন্দ। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি সহ আর্থিক সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপস্থিত হয়ে কম্বল, চাল, ডাল, সয়াবিন তেল, আলু সহায়তা প্রদান করেন। তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ১২টা ৪৮ মিনিটে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনা স্থলে যাই, দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে, ৪০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।