বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
সোমবার আসর নামাজের পর লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১২ নং চরশাহী ইউনিয়নের দাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে ১২ নং চরশাহী জাতীয়তাবাদী প্রবাসী কল্যান ঐক্য পরিষদ এ দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন চরশাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন স্বপন, সহ সাধারণ সম্পাদক আঃ রহিম মৃধা, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, জনতা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দল, কৃষকদল ও ওলামা দলের নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও প্রবাসীদের মধ্য আশরাফে আলা সবুজ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন দাসেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মওলানা মুফতি আঃ আজিজ সৈয়দপুরী।