
জৈনপুরী গদিনশিন পীর সাহেব’র শুভাগমন উপলক্ষে বাউফলের নাজিরপুর – তাতেরকাঠী ইউপির ধানদী কামিল মাদরাসা ময়দানে বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে এ স্হানে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ নসিয়ত করেন
আলহাজ্ব হযরত মাওলানা ওসামা আহমেদ সিদ্দিকী
গদিনশিন পীর সাহেব, জৈনপুরী। এছাড়াও এসময় উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ
চেয়ারম্যান, বাউফল উন্নয়ন ফোরাম। অন্যদিকে এ মাহফিলে এসময় প্রধান তাফসীরকারক হিসেবে মাওলানা শায়েখ জামাল উদ্দিন
বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও ইসলামী চিন্তাবিদ এবং বিশেষ তাফসীরকারক
হযরত মাওলানা নাবিল আহমাদ সিদ্দিকী, পীর সাহেব, জৈনপুরী,
হযরত মাওলানা আহমাদ হামজা সিদ্দিকী, পীর সাহেব, জৈনপুরী ও
হাফেজ মাওলানা মুফতি জাকির হোসাইন, তফসীরকারক, আলোচক ও গবেষক, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ মোঃ হুমায়ূন কবির,আলহাজ্ব মোঃ নান্নু মৃধা বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট বাবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আশিক মাহমুদ ফারুক বিশিষ্ট ব্যবসায়ী। উক্ত মাহফিলে
সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ, প্রতিষ্ঠাতা, ধানদী শিশু সদন, নূরানী ও হাফেজী মাদ্রাসা। এ মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লী গন উপস্থিত ছিলেন।