স্টাফ রিপোর্টার রায়পুর: লক্ষ্মীপুরে রায়পুরে সাড়ে এগারো হাজার ভোল্টেজের স্কুলের ছাদ ঘেঁষে থাকা ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আজ সন্ধ্যায় মরিয়ম আক্তার নিশা লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু বরন করেন।মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মা সেলিনা আক্তার ।তিনি বলেন আজ সন্ধ্যায় আমার মেয়ে মৃত্যু বরন করেন।
গত বুধবার (২২ জানুয়ারি) দুপুরে রায়পুর উপজেলার পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী দগ্ধ হন। আহত হওয়া শিক্ষার্থীদের নাম মরিয়ম আক্তর নিসা ও রিপ্তি আফসা। আহতদের উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।শেখ হাসিনা বার্ন । লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মরিয়ম আক্তার নিশা মৃত্যুবরন করান।