
সত্য নিষ্ঠার পথে পাঠকের অন্তর জুড়ে ২৫ বছরে পদার্পণ করেছে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকা।অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে জাতীয় দৈনিক যুগান্তরের গৌরবময় রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।
মিশনের আদিবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণে নেচে গেয়ে আজ মঙ্গলবার বিকেলে আটাপুর ইউনিয়নের গোহারা হাজরাপুর গ্রামের বাংলা হোপ খ্রিস্টান মিশন প্রাঙ্গন মিলনায়তনে এ রজত জয়ন্তী উদযাপন করা হলো।
দৈনিক যুগান্তরের পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আকতার হোসেন বকুলের আয়োজনে ও সভাপতিত্বে এবং বাংলা হোপ মিশনের অধ্যক্ষ সঞ্জয় কিসকুর সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুন নেতা শামীম হোসেন মন্ডল। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলা হোপ মিশনের স্পন্সরশিপ ডিরেক্টর পানুয়েল বারোয়েল।
শেষে কেক কেটে আদিবাসী খ্রিস্টান মিশনের শিক্ষার্থীদের মাঝে বিতরণের মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের গৌরবময় রজত জয়ন্তী উদযাপন করেন প্রধান অতিথি।