
অগ্নিকান্ডে পটুয়াখালী পৌর শহরের চরপাড়ায় ২৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর দেড় টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে উক্ত এলাকায়। এতে এলাকার নাগরিক মোতাহার আকন, মোস্তফা আকন, হারুন আকন, মনির আকন, উজ্জ্বল শীল, লিলি বেগম, আবুল, রাসেল, হুমায়ুন, জসিম, আকলিমা, রিয়াজ আকন, পারভীন, কহিনুর বেগম, লুৎফা বেগম, মাকসুদ, খলিল খান, জাফর খান,মরিয়ম, শ্যামল, সন্ধ্যা, রিনা রানী, সুজন এর ঘর সহ ২৩ টি বসতঘর ও চায়ের দোকান সম্পূর্নভাবে ভস্মিভূত হয়েছে বলে প্রত্যক্ষ দর্শীদের সূত্রে জানাগেছে।
পটুয়াখালী সদর উপজেলার ফায়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনের কাজে সহযোগীতায় উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান সাংবাদিকদের জানান, ১ টা ৪০ মিনিটের সময় খবর পেয়ে দুটি স্টেশনের ৬ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ৩ টা ৩০ মিনিটের সময় সম্পূর্নভাবে আগুন নেভানো হয়েছে। এছাড়াও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান সঠিকভাবে তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে তিনি গণমাধ্যমের প্রতিনিধিদের জানান। উক্ত ২৩ টি পরিবার আগুনে সর্বশান্ত হয়ে পথে বসেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কান্নায় এলাকায় বাতাস ভারি হচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে প্রশাসন ও পৌরসভার কর্তৃৃপক্ষরা ঘটনাস্থলে পৌছে ক্ষয়ক্ষতির নিরূপন করতে তারা কাজ করছেন।