
পাট শিল্পের অবদান স্মাট বাংলাদেশ বিনির্মাণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে আজ (২৭ নভেম্বর) সোমবান পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ১ টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের পাট ও বীজ উৎপাদনকারী ৭৫ জন পাট চাষী কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত সিকদার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সালমা বেগম লাইজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান, মদন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ। দিনব্যাপী অনুষ্টিত প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাট বীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্যে পাটের ব্যাগ প্রদান করা হয়।