
শেরপুরের নালিতাবাড়ী থানাধীন চাঁন্দেরনন্নী এলাকা থেকে জেল পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে
এন্টি টেররিজম ইউনিট। গ্রেফতারকৃত আসামীর নাম,মো.জাকারিয়া হোসেন ওরফে রিমন (১৯)। গ্রেফতারকৃত রিমন শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত হযরত আলীর ছেলে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
রিমন (১৯) শেরপুর জেলার নালিতাবাড়ী থানার একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ মামলায় রিমন (১৯) গ্রেফতার হয়ে শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতির সুযোগে তিনি শেরপুর জেলা কারাগার থেকে পলায়ন করেন এবং আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় শেরপুর সদর থানায় কারা কর্তৃপক্ষের মামলায় এটিইউ’র দল নালিতাবাড়ী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে