ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’

নবজাতক শিশু আগমনে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করলেন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তারাই আগামী দিনের বিশ্বের চালিকা শক্তি।তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে’ সরকারী নির্দেশনা অনুযায়ী ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার জন্য বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় ২৭শে নভেম্বর সোমবার রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে কোনো দম্পতির পরিবারে নবজাতকের আগমনের খবর পেলেই সরকারি নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চেয়ারম্যান নবজাতকের পরিবারের বাবা-মাকে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্যাকেট হাতে দিয়ে শুভেচ্ছা জানান। নবজাতককে কোলে নিয়ে নাগরিক (সিটিজেন) হিসেবে বরণ করে নেন।এ সময় উপস্থিত ছিলেন তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আদোমং মারমা,ইউপি সদস্য,বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখার সহ সভাপতি সুমন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অজয় দে,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত কালীন জন্ম নিবন্ধন করতে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা করেন। এই কর্মসূচির উদ্দেশ্য হলো সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক বয়সে সব নবজাতকের জন্ম নিবন্ধন সম্পন্ন করতে সকলকে উদ্বুদ্ধ করা। চেয়ারম্যান আদোমং মারমা আরো বলেন কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে বিনা ফিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে জন্ম নিবন্ধনে সরকারি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ উপজেলার বাসিন্দাদের মধ্যে শিশুর জন্ম নিবন্ধনে আগ্রহ তুলনামূলক কম। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রয়োজনে মা-বাবারা সন্তানের জন্ম নিবন্ধন করিয়ে সনদ নেওয়ার জন্য ছুটাছুটি করেন বিভিন্ন ইউপি কার্যালয়ে। দেখা যায় ততদিনে শিশুর বয়স পাঁচ-ছয় বছর হয়ে যায়। তখন নানা কারণে উক্ত এলাকার চেয়ারম্যানদের ও মা-বাবাদের অনুমান নির্ভর তারিখে হলেও নিবন্ধন করে সনদ দিতে হয়।এমন পরিস্থিতিতে সঠিক সময়ের মধ্যে নিবন্ধন করে সনদ হাতে নেওয়ার কথা বলেন।
এদিকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।এদিকে ৪নং ওয়ার্ডের অ্যাডভোকেট সুইছাইনু মারমা বলেন আমাদের ঘরে নতুন অতিথি এসেছে বলে খবর পেয়ে আজ সোমবার সকালে আমাদের চমকে দিয়ে চেয়ারম্যান আদোমং মারমা আমাদের বাড়িতে এসে আমাকে ও আমার সহধর্মী কে ফুলের শুভেচ্ছা জানান, পরে বেবির উপহার সামগ্রী আমাদের হাতে তুলে দেন এবং সঠিক সময়ে শিশুর জন্ম সনদ নিবন্ধন করে ফেলার নির্দেশ দেন।

শেয়ার করুনঃ