
ঢাকা- মাওয়া মহাসড়কের সার্ভিস লাইনের শ্রীনগরে আব্দুল্লাহপুর পরিবহনের বাস আটকিয়ে এলাকাবাসীর ভাংচুর।
সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কেওটখালী ডাক্তার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আব্দুল্লাহপুর পরিবহনের বাস একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। সোমবার সকালে আব্দুল্লাহপুর পরিবহনের বাসস্ট্যান্ড ছনবাড়ি ব্রিজের নিচে কেওটখালী এলাকার ছাত্র মাহিম শেখ কথা বলতে গেলে আব্দুল্লাহপুর বাসের লাইনম্যান সুমন ও সাব্বি ২ জন মিলে তাকে থাপ্পর দিয়ে তার মোবাইল ফোন রেখে দেয়। এর পরিপ্রেক্ষিতে বিকালে মাহিম শেখ সহ এলাকাবাসী বাস আটকে রেখে ভাঙচুর করে।
এ বিষয়ে হাইওয়ে থানার ওসি জিলানী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এসেছি।