
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসন (পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ)বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেনকে আ. লীগের মনোনয়ন দেওয়া শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় সরকারি জনতা কলেজ ছাত্রলীগের নেতা আবু সুফিয়ান সুধার নেতৃত্বে কলেজ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার নতুন বাজার, থানা ব্রিজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্যে আবু সুফিয়ান সুধা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতা কলেজ ছাত্রলীগ মাঠে রয়েছে এবং থাকবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের পটুয়াখালী ১আসনের নৌকার মাঝি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেনকে জয় হবেই।