ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন
পাঁচবিবিতে লীলা কীর্তনে অর্ধ লক্ষ টাকা সহায়তা দিলো ছাত্রনেতা ‘শামীম’
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত

চিলমারী-রাজিবপুর নৌপথে ফের ডাকাতি

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের পুলিশের নৌকার এক থেকে দেড়শ গজ সামনে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে দুটি নৌকার যাত্রী ও ৬ থেকে ৭ জন গরু ব্যবসায়ীর কয়েক লাখ টাকা ছিনতাই করে নিয়েছেন ডাকাতরা। এসময় মোসলেম নামে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল ঘাটে দুটি নৌকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান। তিনি বলেন, আ‌মি ঘটনাস্থ‌লে যা‌চ্ছি। বিস্তা‌রিত জে‌নে তারপর বল‌তে পার‌বো।ডাকা‌তির শিকার নৌকার মা‌ঝি ও যাত্রী‌দের সা‌থে কথা ব‌লে জানা গে‌ছে, র‌বিবার (০৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দি‌কে কড়াইব‌রিশাল খেয়া ঘা‌টের কা‌ছে দুটি যাত্রীবাহী নৌকায় ডাকাতরা হামলা ক‌রে। নৌকা দু‌টি রা‌জিবপু‌রের কোদালকা‌টি ও পা‌খিউড়া থে‌কে চিলমারীর উ‌দ্দে‌শে আস‌ছিল। মাঝপ‌থে যাত্রী নেওয়ার জন‌্য কড়াইব‌রিশাল খেয়া ঘা‌টের ভিরলে সেখা‌নেই আক্রমণ ক‌রে শসস্ত্র ডাকাতদল। তারা গু‌লি ছুঁ‌ড়ে নৌকায় থাকা যাত্রী ও গরু ব‌্যবসায়ী‌দের কা‌ছ থে‌কে ক‌য়েক লক্ষ টাকা ডাকা‌তি ক‌রে চ‌লে যায়। যাত্রী‌দের চিৎকা‌রে স্থানীয়রা ডাকাত‌দের ধাওয়া ক‌রে। খেয়া ঘা‌টে এক‌টি নৌকায় থাকা চিলমারী থানা পু‌লিশের ক‌য়েকজন সদস‌্য থাক‌লেও তা‌দের সামন দি‌য়ে ডাকাতদল পা‌লি‌য়ে যায়। এসময় পু‌লিশ সদস‌্যরা নি‌র্বিকার ছিলেন ব‌লে অ‌ভি‌যোগ ক‌রে‌ছে ভুক্ত‌ভোগী যাত্রী ও স্থানীয়রা।নৌকার মা‌ঝি মোস‌লেম উ‌দ্দিন ব‌লেন, ‘খেয়া ঘা‌টে গরু ব‌্যবসায়ী‌দের নৌকা ছিল। ও‌দের নৌকায় ডাকা‌তি কর‌তে আইসা আমার নৌকা‌তেও ডাকা‌তি ক‌রে। ১০ থে‌কে ১৫ জন ছিল। দুই নৌকা থাইকা টাকা লুট কইরা ডাকাতরা চইলা যায়। আমরা কিছু কর‌তে পা‌রি নাই।’ঘটনার বর্ণনা দি‌য়ে মা‌ঝি মোস‌লেম আরও ব‌লেন, ‘‘ডাকাতরা একটা গু‌লি কর‌ছে। ও‌দের হা‌তে বে‌কিও ছিল। আমার কা‌ছে তিন যাত্রীর ৫৭ হাজার টাকা আ‌ছিল। আমাক বা‌রি (আঘাত) দিয়া সেটা কাইরা নি‌ছে। ক‌য়েকজন যাত্রীর কা‌ছেও টাকা নি‌ছে। গরুর ব‌্যাপা‌রি‌র কা‌ছেও টাকা কাইরা‌ নি‌ছে। অ‌নে‌কে পা‌নিত লাফ দি‌ছে। পা‌শে পোশাক পড়া তিনজন পু‌লিশ আ‌ছিল। কিন্তু তারা আগায় আ‌হে নাই।’কড়াই বরিশাল এলাকার ইসহাক নামে এক নৌকা যাত্রী বলেন, ‘দুইটি নৌকায় যাত্রী ও গরু ব্যবসায়ীদের থেকে ৪/৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। পরে কাছে গিয়ে দেখি অনেকে পানিতে লাফ দিছে। সাথে থাকা টাকা পানিতে ভিজে গেছে।’

কড়াইব‌রিশাল এলাকার বা‌সিন্দা আজম মিয়া জানান, গু‌লির শব্দ ও যাত্রী‌দের চিৎকারে ঘা‌টের কা‌ছে থাকা স্থানীয় লোকজন এ‌গি‌য়ে যান। তারা নৌকা নি‌য়ে ডাকাত‌দের ধাওয়া ক‌রেন। কিন্তু ততক্ষ‌ণে ডাকাতরা পা‌লি‌য়ে যায়। এসময় ঘা‌টে পু‌লি‌শের এক‌টি নৌকা থাক‌লেও তারা যাত্রী‌দের সহায়তায় এ‌গি‌য়ে যান‌নি।
এসময় নৌকার মাঝিসহ এক যাত্রী আঘাত প্রাপ্ত হয়ে গুরুত্বর অসুস্থ্য হলে যাত্রি আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রী রৌমারী উপজেলার কোমরভাঙ্গি এলাকার বাসিন্দা ও নৌকার মাঝি পাখিউড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।ডাকা‌তির ঘটনায় চিলমারী নৌ পু‌লি‌শ ফাঁ‌ড়ির সহকারী উপপ‌রিদর্শক (এএসআই) সে‌লিম সরকারকে ফোন দি‌লেও তি‌নি কথা ব‌লেন‌নি।এর আ‌গে, গত ২৯ জানুয়া‌রি কড়াইব‌রিশাল এলাকায়মর প‌শ্চি‌মে ব্রহ্মপুত্র ন‌দে যাত্রীবাহী নৌকায় ডাকা‌তির ঘটনা ঘ‌টে। তারও আ‌গে গত বছর ২১ ডি‌সেম্বর চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দুইশ’ বিঘার চরের কাছে নৌ ডাকা‌তির ঘটনা ঘ‌টে। ১৬-১৭ জনের ডাকাত দল ‘পিস্তল’ ও দেশি অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে যাত্রী‌দের সর্বস্ব কে‌ড়ে নি‌য়ে চ‌লে যায়। এ‌কের পর এক ডাকা‌তির ঘটনায় যাত্রী‌দের কা‌ছে এই নৌপথযাত্রা ভয়ঙ্কর হ‌য়ে উ‌ঠে‌ছে।

শেয়ার করুনঃ