
গত ৮ ফেব্রæয়ারী ২০২৫ খ্রীঃ তারিখ দৈনিক বরিশাল বানী , বরিশাল ক্রাইম নিউজসহ বিভিন্ন পত্রিকায় আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি
আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখিত বিষয়ের সাথে বাস্তবতার কোন মিল নাই। একটি ষড়যন্ত্রকারী মহল অসৎ উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও চাকুরী জীবনের ক্ষতি করার জন্য সাংবাদিকদের এহেন মিথ্যা তথ্য দিয়ে
এসংবাদ করাইয়াছেন। প্রকৃত ঘটনা হলো আমি আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় যোগ দান করার পর বিদ্যালয়ে শিক্ষার মান ও সুনাম উপজেলা ব্যাপি ছড়িয়ে পড়ে। তাই এই ষড়যন্ত্রকারী মহলটি আমার ও বিদ্যালয়ের ক্ষতি করার জন্য এহেন ষড়যন্ত্র করে আসছেন। সংবাদের একাংশে আমাকে আওয়ামীলীগের এক নেতার আত্মীয় বলে প্রভাব খাটানোর কথা বলা হয়েছে। প্রকৃত পক্ষে ঐ আওয়ামীলীগ নেতা আমি স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগ দান করার পর কোন দিন কোন অনুষ্ঠানে আসেনি। আমার পিতা মরহুম জাফর মাষ্টার আমতলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন । আমি ব্যক্তিগত ভাবে কোন
রাজনীতির সাথে জড়িত নই। শুধু মাত্র আমাকে হয়রানী করার জন্য এ সংবাদ করানো হইয়াছে। তাই আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।মো. জাকির হোসেন প্রধান শিক্ষক আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
আমতলী, বরগুনা।