নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা বাজারে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত এ কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা কৃষকদলের আহবায়ক মো. নবীর হোসেন। পেড়লী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. ছেকমত মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সহ-সভাপতি অশোক কুমার কুন্ডু, কালিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক আশিকুর রহমান সুমন, নড়াইল সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব নেওয়াজ আহম্মেদ, কৃষকদলের যুগ্ন আহবায়ক মো. গোলাম মোর্ত্তজা, পেড়লী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইকতিয়ার হোসেন গাজী, ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন। এ সময় স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, কৃষকের সার্বিক উন্নয়নে কৃষকদলের হাতকে শক্তিশালী করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে কৃষি খাতের এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। কৃষকবান্ধব শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত জাতীয়তাবাদী কৃষকদলের নেতা-কর্মীরা কৃষক ও সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাবে।