
জানা গেছে, পটুয়াখালী জেলা পুলিশ গুরুত্বপূর্ণ ৫ নির্দেশনা পালনে ১০ ফেব্রুয়ারী সোমবার থেকে মাঠে নেমেছে। পটুয়াখালী জেলা পুলিশের এ ৫ নির্দেশনা নিম্নে হুবাহুব তুলে ধরা হলো,
◼️১৮ বছরের নিচে এবং ড্রাইভিং লাইসেন্স নেই, এমন যে কাউকে গাড়িসহ থানায় নিয়ে যাওয়া হবে।
◼️হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া কেউ মোটরসাইকেল চালাতে পারবে না।
◼️শহরের অতি গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে থাকবে চেকপোস্ট।
◼️রাত আটটার পর কোন কিশোর- কিশোরী বা তরুণদের, কোন গ্রহণযোগ্য কারণ ছাড়া বাহিরে পেলে থানায় নিয়ে যাওয়া হবে।
◼️রাতে চলাচলের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণের সাথে পেশাগত পরিচয়পত্র থাকতে হবে।
নোটঃ উপরোক্ত সকল নির্দেশনা ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে পটুয়াখালীতে কার্যকর হইবে। প্রসঙ্গত:(তথ্য সূত্র: পটুয়াখালী জেলা পুলিশ)।