
পটুয়াখালী জেলা প্রতিনিধি। আলোচিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল (অন্তর) এর চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ অপহরণের রহস্য উদঘাটনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ প্রেস ব্রিফিং টি অনুষ্ঠিত হয় ৯ ফেব্রুয়ারী রবিবার বিকালে পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ে। এসময় গণমাধ্যমের প্রতিনিধিদের নানা প্রশ্নের উত্তর দেন মোঃ আনোয়ার জাহিদ, জেলা পুলিশ সুপার পটুয়াখালী। উক্ত প্রেস ব্রিফিং এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহামদ মাঈনুল হাসান ( অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ) এবং মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ( অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী সদর সার্কেল)সহ একাধিক গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রসঙ্গত:৬ ফেব্রুয়ারী রাত্র আনুমানিক রাত ১১ টার সময় হতে ৭ ফেব্রুয়ারী রাত ১২ টা ৩৪ মিনিটের মধ্যে যে কোন সময় অপহরণ মামলার ভিকটিম মোঃ রবিউল আউয়াল অন্তর (২৩) কে কলাপাড়ার টিয়াখালী ইউপির রজপাড়া সাকিনস্থ সুয়েজ গেটের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে বিবাদীরা অপহরণ পূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ভিকটিম’র ব্যবহৃত হেলমেট মোটরসাইকেল যার রেজিঃ নং- পটুয়াখালী-ল-১১-৪৭৯৫ ঘটনাস্থলে পাওয়া যায়। তার মোবাইল ফোন ০১৮৮৭৭৯৮৮০০, ০১৫৬৮০৯৬৬৬০,০১৩০৮৮৮৩৩৯০ এবং ০১৭৮৯৮৭৪৮৪৯ বন্ধ পাওয়া যায়। যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যেকর পরিস্থিতি সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত ঘটনা উর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকিতে অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী সদর সার্কেল এর নেতৃত্বে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বিভিন্ন তথ্য, উপাত্ত সংগ্রহ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় ৯ ফেব্রুয়ারী রবিবার আনুমানিক ভোর সাড়ে ৬ টার সময় ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানাধীন আশ্রাফাবাদ নবীনগরের নার্সারী গলির নুর হোসেন (৫)বাবুল এর বাসা হতে মোঃ রবিউল আউয়াল (অন্তর) কে উদ্ধার করতে সক্ষম হয়।