
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার মো.শহীদুল্লাহ্কে আটক করা হয়েছে।
রবিবার ভোররাতে রাজধানী রমনা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।
ডিএমপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলছে,ছাত্র-জনতার আন্দোলন দমনে শহীদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আজ ভোরে তাকে আটক করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সেবিষয়ে বিস্তারিত জানা যায়নি।
জানা গেছে, ২০২২ সালের আগস্টে ডিএমপির রমনা বিভাগের দায়িত্ব পান শহীদুল্লাহ। এর আগে তিনি সিটিটিসি,তেজগাঁও,উত্তরা বিভাগের ডিসি এবং রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ছিলেন। গতবছরের জুলাইয়ে তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হন। পরে তাকে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণের যুগ্ম-কমিশনার করা হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে পড়ালেখা শেষ করে ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে বাহিনীতে যোগ দেন। তার গ্রামের বাড়ি শেরপুর।
ডিআই/এসকে