
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে ৬ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা চালানোর অভিযোগে সেলুনের মালিককে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ। ৮ ফেব্রুয়ারী ( শনিবার) দুপুরে মাদ্রাসা ছুটি হওয়ার পরে ঐ শিশু শিক্ষার্থী সেলুনের সামনে দিয়ে যাওয়ার সময় সেলুনের মালিক বিশ্বনাথ চন্দ্র দাস শিশুটিকে ডেকে দোকানের পিছনে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রায়পুর থানার সাব ইন্সপেক্টর ফারুক হোসেন বলেন, ” দুপুরে রাখালিয়া বাজারের মাদ্রাসার এক শিশু শিক্ষাীর্থী ছুটির পর বাড়িতে যাওয়ার সময় সেলুনের মালিক বিশ্বনাথ চন্দ্র দাস মেয়েটিকে পানি খাওয়ানোর কথা বলে সুকৌশলে দোকানের গোপন রুমে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি ৯ ফেব্রুয়ারী ( রবিবার) সকালে তার বাবাকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় আসার সময় সেলুনের মালিক বিশ্বনাথ চন্দ্র দাসকে দেখিয়ে দেয়। তখন শিশুটির বাবা স্থানীয় লোকজনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে থানায় খবর দিলে আমরা একজনকে গ্রেফতার করে নিয়ে আসি। লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ”