
আলিফ হোসেন স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ: এসো মাদক মুক্ত দেশ গড়ি খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল ঐ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সনেটের পরিচালনায় ঐ ডে-নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।বিশিষ্ট ব্যবসায়ী হারুন হাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব হোসেন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী পলাশ,জামাল বেপারী, মাহাবুব আলম, নবরাজ চৌধুরী,জামাল হোসেন,পারভেজ হোসেন,মিল্টন হোসেন, শহিদুল ইসলাম, স্বাধীন হোসেন, মঞ্জিল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।