
নির্বাচন কমিশন ঘোষিত অবৈধ তফসিল বাতিল ও সরকার পদত্যাগের ১ দফা দাবীতে দেশব্যাপী বিএনপিসহ সমামনা দলের ডাকা সর্বাত্বক অবরোধের ৭ম দফায় নেত্রকোনার পূর্বধলা সড়কে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল সহ সহযোগী সংগঠন।
আজ ২৭ নভেম্বর সোমবার সকাল ১১ টায় ত্রিমোহনী এলাকায় জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হকের নির্দেশে দলীয় নেতাকর্মীরা এ ঝটিকা মিছিল বের করে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলদের সহ-সভাপতি তরিকুল ইসলাম সোহাগ,জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন সুমন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা অবরোধ সফল করার লক্ষে এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখান করে বিভিন্ন শ্লোগান দেন।