
নওগাঁর আত্রাইয়ে “এক ভূবন এক ভাষা, চাই সার্বজনিন ইশারা ভাষা” প্রতিপাদ্যে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নযন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ফিজিওথেরাপি কনসালটেন্ট ডাঃ আসাদুজ্জামান, আইসিটি কর্মকর্তা ফয়সাল আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিবন্ধী সুবিধা ভোগিসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।