পটুয়াখালীর দুমকীতে আন্তঃজেলা মাদক সম্রাট নামে খ্যাত ও যাবজ্জীবন সাজা প্রাপ্ত ৭ মামলার আসামী মোঃ দুলাল সিকদারকে (৪০) আটক করেছে দুমকী থানা পুলিশ।
সোমবার(১৬ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আসামী দুলাল সিকদারকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত মোঃ দুলাল সিকদার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা গ্রামের মৃত. নূর মোহাম্মাদ সিকদারের ছেলে। তিনি দীর্ঘদিন বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পটুয়াখালীতে মাদকের মূল হোতা এ দুলাল সিকদার। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এছাড়াও তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।