
মিরসরাইয়ে নাফিজা জান্নাত রাখি (১৫) নামের এক শিক্ষার্থী বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। ৪ দিন পার হয়ে গেলেও এখনও বাড়ি ফেরেননি তিনি।
গত সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়তাকিয়া জাহিদিয়া মাদ্রাসায় আসার পথে নিখোঁজ হয় বলে পরিবার থেকে জানানো হয়েছে। এ ঘটনায় মিরসরাই থানায় সাধারণ ডায়রি করেছে নিখোঁজ শিক্ষার্থী রাখির পিতা নাছির উদ্দীন।
নাছির উদ্দীন জানান, বাড়ি থেকে মাদ্রাসায় আসার সময় রাখিকে অপহরণ করেছে। রাখি দশম শ্রেণিতে উঠছে এবার। ১ বছর আগে কিছু বখাটে রাখিকে নিয়মিত হয়রানি করতো।
তিনি বলেন, আমার মেয়ে অনেক ছোট। নিখোঁজের পর থেকে অনেক জায়গায় খোঁজা-খোঁজি করেও সন্ধান মেলেনি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। নিখোঁজের পর থেকে উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে।