
রাজশাহীর মোহনপুরে পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশ’টায় (৭ ফেব্রুয়ারি) “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু- চেইন উপ- প্রকল্পের আওতায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শতফুল স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের ডিন মোস্তাফিজুর রহমান মন্ডল।
পরিস্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, খাদ্যের পুষ্টিগুণ, নানা বিষয়ে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ইয়ামিন হোসেন , সহকারী শিক্ষিকা রোজিনা খাতুন, জাহানাবাদ ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান ইসলাম আলী সরদার, প্যানেল চেয়ারম্যান আব্দুর রশীদ, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক কপিল কুমার পাল,
অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংস্থা শতফুল বাংলাদেশ জাহানাবাদ, মোহনপুর, রাজশাহী।
প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম বিভিন্ন ক্যাটাগরিতে ১১ টি স্টল অংশ গ্রহণ করেছে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়।