ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬

খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মিথ্যা মামলা দায়েরকারীদের খুজে বের করতে হবে

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মিথ্যা মামলা দায়েরকারীদের খুজে বেরকরে বিচারের মুখোমোখি করতে হবে। গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী থানা প্রেসক্লাবে, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় এক আলোচনা সভায় বলেন, বড়পুকুরিয়া কয়লাখনি হওয়ায় এলাকার মানুষ জীবন জীবিকার পথ খুজে পেয়েছে।

এই কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উত্তর অঞ্চল সহ সারা দেশের উন্নয়ন কল্পে এই কয়লাখনিটি করেন। এই খনিতে সব মিলে প্রায় ৩ হাজার কর্মকর্তা-কমচারী ও চীনা শ্রমিকেরা কাজ করছেন। বড়পুকুরিয়া কয়লাখনির সব নিয়ম মেনে কয়লা আহরনে তৎকালীন সময়ে টেন্ডার কার্যক্রম সম্পূর্ন করা হয়। সব নিয়ম মেনেই বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আহরণে টেন্ডার কাজ সম্পন্ন করা হয়।

শুধু রাজনীতি থেকে দূরে রাখতে ওয়ান-ইলেভেন সরকার বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করে। পরবর্তীর শেখ হাসিনা ক্ষমতায় এসে আদালতকে প্রভাবিত নিজের নাম প্রত্যাহার করে নেন। আর প্রতিহিংসার বসভূত হয়ে বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করতে থাকে আওয়ামীলীগ সরকার। বিগত তত্ত্ববাধয়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম। ওই বছরের ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. আবুল কাসেম ফকির।

বর্তমানে এই মামলাটি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যারা করেছেন তাদেরকে খুজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। বড়পুকুরিয়া কয়লাখনিতে এখনও আওয়ামী পন্থি কর্মকর্তারা বহাল তবিয়তে চাকুরী করছেন। তারই ঐ সময় ইন্দোন যুগিয়েছিল। বর্তমান বড়পুকুরিয়া কয়লা খনিতে অনিয়ম দূর্নীতিতে ভরপুর কয়লা চুরির বিষয়ে যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছেন তারা নিজেরা মামলা থেকে মুক্তি পেতে নানা রকম তদবির করছেন।

ঐ কয়লা চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। খনির দূর্নীতি বাজেরা এখনও অন্যান্য জায়গায় বড় পদে চাকুরী করছেন।গত ২৭ নভেম্বর এ মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়ায় বলিষ্ট ও দক্ষ আইন জীবিদের ধন্যবাদ জানাই। আলোচনা সভায় ফুলবাড়ী থান প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ