
কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসএবি নামে একটি ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন আদালত পরিচালনা করেন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।
জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদার রহমান বকুলের এসএবি ইট ভাটাটি পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। আজ (বৃহস্পতিবার) অভিযান চালিয়ে ভাটার কিলন (চুল্লি) ভেঙে দিয়ে সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। পরিবেশের ছাড়পত্র ছাড়া কোনো ইট ভাটা চলতে দেওয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।