
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের আজ বুঝিয়ে দিয়েছে ডিএমপির পল্টন থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবীর উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোন সেটগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
ডিএমপির পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৯ জানুয়ারি হতে ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত ২০টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।
পল্টন মডেল থানা সূত্রে আরো জানা যায়,ইতঃপূর্বেও বিভিন্ন সময়ে পল্টন মডেল থানা পুলিশ কর্তৃক প্রায় ১০০টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পরেন।
ডিআই/এসকে