
রাজধানীর খিলগাঁওয়ে থেকে ছিনতাই চলাকালীন ১০ মামলার আসামিসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে খিলগাঁও থানাধীন নন্দীপাড়াস্থ নন্দীপাড়া ত্রিমোহনী ব্রীজ এলাকায়
ছিনতাই চলাকালীন ছিনতাইকারী গ্রেফতারসহ দুই ভুক্তভোগীদের উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খিলগাঁও থানা ছিনতাই মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. জিবিল হোসেন প্রকাশ জীবন (৩৫), মো. মহসিন মোল্লা আলম (৩৬) ও মনিরুজ্জামান মনির হৃদয় (৩০)। গ্রেফতারকৃত মহসিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
এদিন দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন ভোর ৫ টার দিকে কর্মস্থল থেকে ফিরছিলেন প্রেসের কর্মচারী সুমন মিয়া (২৩) ও নুর ইসলাম (২০)। তারা পায়ে হেটে নন্দীপাড়ার নন্দীপাড়া ত্রিমোহনী ব্রীজ এলাকায় পৌঁছালে চারজন ছিনতাইকারী ব্যাটারিচালিত অটোরিকশায় এসে তাদের কাছে থাকা চা-পাতি ও গিয়ার চাকু দিয়ে সুমন ও নুর ইসলামকে ভয় দেখিয়ে তাদের কাছে যা আছে সবকিছু বের করে দিতে বলে। পরিস্থিতি খারাপ দেখে ভুক্তভোগীরা ভয়ে তাদের কাছে থাকা ১টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ২০০ টাকা ছিনতাইকারীদের কাছে হস্তান্তর করে। এ সময় ছিনতাইকারী জিবিল প্রকাশ জীবন (৩৫) তার হাতে থাকা গিয়ার চাকু দিয়ে সুমনের মুখমন্ডল আঘাত করে তাকে রক্তাক্ত করে। এ সময় নুর ইসলাম চিৎকার করলে একজন ছিনতাইকারী টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় এবং ওই এলাকায় টহলরত খিলগাঁও থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় অপর তিন আসামিকে আটক করতে সক্ষম হয়। এসময় গ্রেফতার আসামীদের তল্লাশী করে ১টি গিয়ার চাকু, ১টি চাপাতি ও ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করে।
পরবর্তীতে পুলিশ এর সহযোগীতায় গ্রেফতারকৃত আসামিদের মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় ছিনতাই মামলা দায়ের হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে