ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নান্দাইলে জমি সংক্রান্ত জেরে মারামারি : আহত ২ ক্ষোভে বাড়ি-ঘর ভাংচুর

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় এক কলেজ শিক্ষক সহ ২ জন গুরুতর আহত হয়েছে। পরে উক্ত ঘটনার ক্ষোভে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। জানাগেছে, একই গ্রামের অবসরপ্রাপ্ত পোষ্ট মাস্টার নজরুল ইসলামের সাথে তাঁর চাচাতো ভাতিজা আনোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-দরবার হলেও এর কোন সুরাহা হয়নি। এক পর্যায়ে নজরুল ইসলাম এর মেয়ের জামাই শিক্ষক জাহাঙ্গীর কবির ও বেওয়াই আ: মালেক গত শুক্রবার (৩১শে জানুয়ারি) নজরুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। পরে জমি-জমা সংক্রান্ত বিষয়াদি সহ নিজেদের মধ্যে নানাবিধ আলাপ-আলোচনাকালে মৃত আব্দুল মালেকের পুত্র আবুল হাসেম, আনোয়ার হোসেন,আজিজুল হকের পুত্র হারুন মিয়া, রিপন মিয়া, মৃত আবুল কাসেমের পুত্র রুবেল মিয়া, মৃত আব্দুল জব্বারে পুত্র মন্ত্রু মিয়া সহ আরও ৪/৫জন তাদের উপর উপর্যুপরি হামলা চালায়। এতে জাহাঙ্গীর
কবির ও আ: মালেক গুরুতর আহত হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনার ২ দিন পর সোমবার (৩রা ফেব্রুয়ারি) সকালে জাহাঙ্গীর কবিরের লোকজন ক্ষোভের বশে আনোয়ার হোসেনের বাড়ি-ঘর ভাংচুর করে। কিন্তু এ বিষয়ে আনোয়ার হোসেন বাড়ি-ঘর ভাংচুর সহ, নগদ টাকা, টাকার স্বার্ণালংকার, একটি গর্ভবতী গাভী গরু ও একটি বকনা বাছুর সহ আসবাবপত্র লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে ধরে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানাগেছে, ভাংচুরের ঘটনার সত্যতার প্রমাণ পেলেও লুটপাট ও ছিনতাইয়ের ঘটনার তেমন সুনির্দিষ্ট কোন প্রমাণ মিলেনি। এদিকে গরু দুটি আজিজুল
হক ও আনোয়ার হোসেন পরিবার নিজেরাই অনত্র বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গাভী গরুটি ৩৬ হাজার ৫০০ টাকায় আনোয়ার হোসেনের পরিবারের নিকট থেকে স্থানীয় রুবেল মিয়া নামে এক ব্যক্তি নগদ টাকায় ক্রয় করেছেন বলে স্বীকার করেন। এ বিষয়ে নজরুল ইসলাম জানান, আনোয়ার হোসেনের পিতা আব্দুল মালেক জমিজমা বিক্রি করে অন্যত্র চলে যায়। ৪০ বৎসর পূর্বে আলী হোসেনসহ স্থানীয়দের অনুরোধে নজরুল ইসলাম তার বাড়ির সামনে বসবাসের জন্য ভাই মালেককে কিছু জমি দেন। বর্তমানে সে জমিতে মৃত আব্দুল মালেকের
ছেলে আনোয়ার হোসেন সহ অন্য চারভাই বসবাস করে আসছেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে জমিজমা নিয়ে আদালতে মামলা-মোকাদ্দমা চলমান থাকা সত্বেও তারা আমাদের উপর হামলা চালিয়েছে। আানোয়ার হোসেনের বোন রেজিনা বেগম বলেন, তাদের সাথে নজরুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। নজরুল ইসলামের লোকজন নিয়ে তাদের বাড়ি ভাংচুরসহ লুটপাট করেছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদ আহমেদ বলেন, উভয় পক্ষের দুইটি অভিযোগ পেয়েছি। সরজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ