
স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার প্রবীণ (সিনিয়র) সাংবাদিক ও বর্তমান প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম গুরুতর অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে আসা এই সাংবাদিকের অবস্থা জানতে পেরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি জহুরুল আলম, এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গুইমারা উপজেলার নির্বাহী অফিসার মোছা: আইরিন আক্তার তার বাসায় ছুটে যান।
এ সময়, “খাগড়াছড়ি জেলা প্রশাসক এর সহায়তায়” তারা প্রবীণ সাংবাদিক নুরুল আলমের চিকিৎসা ও সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করেন এবং বিভিন্ন ফলমূল উপহার হিসেবে দেন। নেতৃবৃন্দ তাদের সহানুভূতি প্রকাশ করে এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই মানবিক উদ্যোগের মাধ্যমে প্রবীণ সাংবাদিক নুরুল আলমের পাশে দাঁড়িয়ে তার দ্রুত সুস্থতার কামনা করেছেন।