
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
বুধবার (৫ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাদেরকে আটক করা হয়। একই দিন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ককটেল হামলার ঘটনায় উপজেলা যুবদলের নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
হামলা জড়িত সন্দেহে আটকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাবেক ও প্রয়াত প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের ফিজারের, ছোট ভাই খাজা মইনুদ্দিন চিশতী, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক -সভাপতি দিলশাদ হোসেন রাসেল দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম সরকার, এ বিষয়ে ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) এ, কে, এম, খন্দকার মহিব্বুল বলেন, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির ককটেল হামলার ঘটনায় জড়িত সন্দেহের চারজনকে আটক করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।